Wellcome to National Portal

জেলা পরিসংখ্যান অফিস, যশোরের তথ্য বাতায়নে স্বাগতম।  Welcome to District Statistical Office, Jashore's Information Portal.

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন এবং যশোর জেলার জনসংখ্যা ৩০ লাখ ৭৬ হাজার ৮৪৯ জন (জনশুমারি ও গৃহগণনা, ২০২২ অনুযায়ী)। জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২)। খানার আকার ৪.২ জন (২০২২)। লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২)। প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব)- ৭৬.৮% (২০২২)। স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২)। দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%। বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন। বেকারত্বের হার ৩.৬%। মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩)। মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব)- ৫৯.৬% (২০২২)। ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২)। মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি- ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২৫% (P)। জিএনআই- ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)। মাথাপিছু আয়- ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা। রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.


সিটিজেন চার্টার, জেলা পরিসংখ্যান অফিস, যশোর

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

জেলা পরিসংখ্যান অফিস

৪৫, অম্বিকা বসু লেন

পশ্চিম বারান্দীপাড়া, কদমতলা, যশোর

www.bbs.jessore.gov.bd


সিটিজেন চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)

জেলা পরিসংখ্যান অফিস, যশোর


ভিশন

:

সার্বজনীন ব্যবহারবান্ধব পদ্ধতিতে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও সময়োপযোগী তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ।

মিশন

:

(১) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দিকনির্দেশনায় ও নেতৃত্বে একটি সুসংহত, পেশাদারি, দক্ষ ও কার্যকরী পরিসংখ্যান পদ্ধতি প্রতিষ্ঠা করা;

(২) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের চলমান ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বচ্ছ ও সময়োপযোগী প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও সর্বোত্তম পরিসংখ্যান চর্চার পদ্ধতি অনুসরণপূর্বক সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করা।

 

ক ও খ) নাগরিক ও দাপ্তরিক সেবা

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য আর্থ-সামাজিক তথ্য সরবরাহ

১) লিখিত, ই-মেইল, ফেসবুক পেজের মাধ্যমে অথবা

২) তথ্য অধিকার আইন- ২০০৯ এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত

আবেদনপত্র

১) জেলা/উপজেলা পরিসংখ্যান অফিস

২) তথ্য কমিশন ওয়েবসাইট

i) বিনামূল্যে

ii) তথ্য অধিকার আইন- ২০০৯ কর্তৃক নির্ধারিত





উপপরিচালক

জেলা পরিসংখ্যান অফিস যশোর।

মোবাইল: 024777-62659

ই-মেইল: dso.jashore.bbs@gmail.com

 

০২

জনসংখ্যা প্রত্যয়নপত্র

বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান, Safetynet Programme পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখপূর্বক সংস্থা/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড/সাদা কাগজে,

১) লিখিত, ই-মেইল, ফেসবুক পেজের মাধ্যমে

২) তথ্য অধিকার আইন-২০০৯ এর নির্ধারিত অফিস/পরিসংখ্যান কর্মকতা, উপজেলা পরিসংখ্যান অফিস বরাবর আবদেন করা সাপেক্ষে জনসংখ্যা বিষয়ক প্রত্যয়নপত্র প্রদান করা হয়।

 ১) অনধিক ০৩ (তিন) কার্যদিবস

 ২) পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী

আবেদনপত্র

নিজ/জেলা পরিসংখ্যান অফিস

বিনামূল্যে

০৩

প্রকাশনাসমূহের

সফটকপি

১) ওয়েব সাইট এর মাধ্যমে (bbs.jessore.gov.bd) 

২) ই-মেইলের মাধ্যমে (dso.jashore.bbs@gmail.com)

৩) ফেসবুক পেজের মাধ্যমে

(ডিজিটাল তথ্য সেবা, বিবিএস, যশোর)

৪) পেনড্রাইভ এর মাধ্যমে

সার্বক্ষণিক

আবেদনপত্র

প্রযোজ্য নয়

বিনামূল্যে

০৪

জাতীয় আয়, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতি, গড় আয়ু ইত্যাদি সরবরাহ

১) ওয়েব সাইট এর মাধ্যমে (bbs.jessore.gov.bd) 

২) ই-মেইলের মাধ্যমে (dso.jashore.bbs@gmail.com)

৩) ফেসবুক পেজের মাধ্যমে

(ডিজিটাল তথ্য সেবা, বিবিএস, যশোর)

সার্বক্ষণিক

আবেদনপত্র

প্রযোজ্য নয়

বিনামূল্যে

 

 

গ) অভ্যন্তরীণ সেবা

০৫

শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস থেকে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

০৫ (পাঁচ) কার্যদিবস

আবেদনপত্র

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামূল্যে




উপপরিচালক

জেলা পরিসংখ্যান অফিস যশোর।

মোবাইল: 024777-62659

ই-মেইল: dso.jashore.bbs@gmail.com


০৬

মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ০৭ (সাত) কার্যদিবস

আবেদনপত্র

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামূল্যে

০৭

অর্জিত ছুটি মঞ্জুর

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস থেকে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ০৭ (সাত) কার্যদিবস

আবেদনপত্র

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামূল্যে

০৮

পেনশন মঞ্জুর

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস থেকে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ২০ (বিশ) কার্যদিবস

আবেদনপত্র

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনামূল্যে