Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কতিপয় জাতীয় পরিসংখ্যানঃ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে) (২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।


সেবা প্রাপ্তির উপায়সমূহ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন করে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ করে থাকে। নিম্নোক্ত এক/একাধিক উপায়ে সেবা পেতে পারেন:


 ক। সেবা প্রদানকারী অফিসের নাম : জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর

ক্রমিক নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষেপে সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ

 

সংশ্লিষ্টআইন-কানুন / বিধি-বিধান/ নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

০১।


জরিপ এবং শুমারির তথ্য প্রদান


উপপরিচালক


আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।


১-৩দিন;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে


১. তথ্য অধিকার আইন-২০০৯


২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯


৩. পরিসংখ্যান আইন -২০১৩


যুগ্মপরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, খুলনা


০২।


জনসংখ্যার প্রত্যয়নপত্র প্রদান


উপপরিচালক


আবেদনপত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারী-কে রেকর্ড ভুক্তের ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে অফিস সহকারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।


১-৩দিন;

বিনামূল্যে (তবে সিডি তে সরবরাহের ক্ষেত্রে সিডি/সিডির মূল্য দিতে হবে)


১. তথ্য অধিকার আইন-২০০৯


২. তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা , ২০০৯


৩. পরিসংখ্যান আইন -২০১৩


যুগ্মপরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, খুলনা










** তথ্য প্রাপ্তির আবেদনপত্রের পিডিএফ (pdf) কপি পেতে এই লেখার উপর ক্লিক করুন **


খ। তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট থেকে ব্যবহারকারীগণ বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bbs.gov.bd


গ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত সকল প্রকাশনা নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানা হতে ক্রয় করতে পারেন। 

০১।

 বিবিএস সেলস সেন্টার-১,  পরিসংখ্যান ভবন (নিচ তলা), ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ।

০২।

 বিবিএস সেলস সেন্টার (আনসারি ভবন)-২, আনসারি ভবন (১ম তলা), ১৪/২, তোপখানা রোড (প্রেস ক্লাবের বিপরীত দিকে), ঢাকা-১০০০, বাংলাদেশ ।

 

- বিবিএস প্রকাশনা ক্রয় করতে হলে নিম্নলিখিত ঠিকানা বরাবরে ব্যাংক ড্রাফট করতে হবেঃ

       মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

       পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ।



ঘ। উপাত্তের ডিজিটাল কপি প্রদানের সেবাঃ

তথ্যসংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন। এছাড়া গবেষণা কাজে ব্যবহারের জন্য দেশী/ বিদেশী ব্যক্তি বা সংস্থাকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে/ স্বল্পমূল্যে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়।


ঙ। লাইব্রেরী সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয়কেন্দ্র ১৪/২ তোপখানা রোড, আনসারী ভবন, ঢাকা-তে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে।

এছাড়াও জেলা পরিসংখ্যান অফিস, যশোর এ ছোট পরিসরে একটি লাইব্রেরী আছে। পাঠকগণ সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে পাঠ করতে পারেন। বিক্রয়কেন্দ্রে ব্যুরোর প্রকাশনাসমূহ বিক্রয় করা হয়। এছাড়া ব্যুরোর নির্ধারিত সেলস্ এজেন্টেদের নিকটও প্রকাশনাসমূহ পাওয়া যায়।


চ। ই-বুক সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বিশাল ই-বুক ভান্ডার আছে যেখানে আমাদের গ্রাহকেরা সকল সময় প্রকাশিত সকল প্রকাশনার soft copy ই-বুক আকারে নিম্ন লিখিত link এর মাধ্যমে পড়তে পারবেন।

http://203.112.218.64/ebook/

 

বি. দ্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর বিভিন্ন, শুমারি এবং জরিপ এর ডাটা সরবরাহ/বিক্রয় সংক্রান্ত নীতিমালা রয়েছে। ** ডাটা সরবরাহ/বিক্রয় সংক্রান্ত নীতিমালা ২০১৩ দেখতে এই লেখার উপর ক্লিক করুন **.pdf