Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কতিপয় জাতীয় পরিসংখ্যানঃ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে) (২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।


অফিসের যোগাযোগ নম্বর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

জেলা পরিসংখ্যান  অফিস

৪৫, অম্বিকা বসু লেন

পশ্চিম বারান্দীপাড়া, কদমতলা, যশোর

 

জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর ও এর আওতাধীন সকল উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের টেলিফোন নম্বর নিন্মরুপ:

 

ক্রমিক নং

কার্যালয়ের নাম

টেলিফোন নম্বর

০১

জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর

024777-62659

০২

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, অভয়নগর, যশোর

024777-69995

০৩

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বাঘারপাড়া, যশোর

024777-71980

০৪

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চৌগাছা, যশোর

024777-71568

০৫

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,ঝিকরগাছা, যশোর

024777-69461

০৬

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,কেশবপুর, যশোর

024777-67020

০৭

উপজেলা পরিসংখ্যান কার্যালয় ,যশোর সদর, যশোর

024777-62520

০৮

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,মনিরামপুর, যশোর

024777-68959

০৯

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,শার্শা, যশোর

024777-67566