Wellcome to National Portal

জেলা পরিসংখ্যান অফিস, যশোরের তথ্য বাতায়নে স্বাগতম।  Welcome to District Statistical Office, Jashore's Information Portal.

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন এবং যশোর জেলার জনসংখ্যা ৩০ লাখ ৭৬ হাজার ৮৪৯ জন (জনশুমারি ও গৃহগণনা, ২০২২ অনুযায়ী)। জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২)। খানার আকার ৪.২ জন (২০২২)। লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২)। প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব)- ৭৬.৮% (২০২২)। স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২)। দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%। বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন। বেকারত্বের হার ৩.৬%। মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩)। মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব)- ৫৯.৬% (২০২২)। ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২)। মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি- ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২৫% (P)। জিএনআই- ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)। মাথাপিছু আয়- ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা। রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.


অফিসের যোগাযোগ নম্বর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

জেলা পরিসংখ্যান  অফিস

৪৫, অম্বিকা বসু লেন

পশ্চিম বারান্দীপাড়া, কদমতলা, যশোর

 

জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর ও এর আওতাধীন সকল উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহের টেলিফোন নম্বর নিন্মরুপ:

 

ক্রমিক নং

কার্যালয়ের নাম

টেলিফোন নম্বর

০১

জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর

024777-62659

০২

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, অভয়নগর, যশোর

024777-69995

০৩

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, বাঘারপাড়া, যশোর

024777-71980

০৪

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, চৌগাছা, যশোর

024777-71568

০৫

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,ঝিকরগাছা, যশোর

024777-69461

০৬

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,কেশবপুর, যশোর

024777-67020

০৭

উপজেলা পরিসংখ্যান কার্যালয় ,যশোর সদর, যশোর

024777-62520

০৮

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,মনিরামপুর, যশোর

024777-68959

০৯

উপজেলা পরিসংখ্যান কার্যালয়,শার্শা, যশোর

024777-67566