জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর একটি সরকারি প্রতিষ্ঠান, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র (বিবিএস) মাঠ পর্যায়ের একটি কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হলে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা নিয়ে আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়, যশোর-এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে জেলা পর্যায়ে পরিসংখ্যান কার্যালয় প্রতিষ্ঠার অংশ হিসেবে এটি 'জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর' নামে পুনর্গঠিত হয়। এটি জেলা পর্যায়ে জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনার পাশাপাশি অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন জরিপ ও শুমারি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। জনমিতি, স্বাস্থ্য, শিল্প ও শ্রম, জাতীয় হিসাব, মূল্য ও মজুরি, শিল্প উৎপাদন ও মূল্য সূচক, দারিদ্র্য, পরিবেশগত, জেন্ডার এবং কৃষি বিষয়ক পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করে থাকে।
কিভাবে যাবেন
যাওয়ার ঠিকানা
ক্র. নং |
যোগাযোগের ধরণ |
রুট |
অফিসের রুট |
মন্তব্য |
০১ |
সড়ক পথ |
ঢাকা – যশোর (মনিহার) |
মনিহার হতে রিক্সাযোগে ঢাকা ব্যাংকের পেছনে রাঙ্গামাটির গ্যারেজ এর উত্তর পাশে বাড়ী নং- ৪৫ , অম্বিকা বসু লেন, বারান্দীপাড়া কদমতলা। |
|
ঢাকা – যশোর (কেন্দ্রীয় টার্মিনাল) |
টার্মিনাল হতে ইজিবাইক/রিক্সাযোগে মনিহার হয়ে ঢাকা ব্যাংকের পেছনে রাঙ্গামাটির গ্যারেজ এর উত্তর পাশে বাড়ী নং- ৪৫ , অম্বিকা বসু লেন, বারান্দীপাড়া কদমতলা। |
|
||
০২ |
আকাশপথ |
ঢাকা – যশোর (যশোর বিমানবন্দর) |
বিমানবন্দর হতে ইজিবাইক যোগে দড়াটানা মোড়ে আসতে হবে। সেখান থেকে ইজিবাইক/রিক্সাযোগে ঢাকা ব্যাংকের পেছনে রাঙ্গামাটির গ্যারেজ এর উত্তর পাশে বাড়ী নং- ৪৫ , অম্বিকা বসু লেন, বারান্দীপাড়া কদমতলা। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস