কতিপয় জাতীয় পরিসংখ্যানঃ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৯২% (সেপ্টেম্বর ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে) (২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।
যশোর জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৩০,৭৬,১৪৪; পুরুষ জনসংখ্যা: ১৫,২৪,৩৪৯; মহিলা জনসংখ্যা: ১৫,৯১,৬৬৭; হিজড়া: ১২৮ । উপজেলার জনসংখ্যা: অভয়নগর- ২,৯০,১৩৬, বাঘারপাড়া- ২,৩৮,০৯২, চৌগাছা- ২,৪৯,২৭১, ঝিকরগাছা-৩,৩১,১২৩, কেশবপুর-২,৮০,৯২৪, মনিরামপুর-৪,৫৪,৫১৬, শার্শা-৩,৮৭,৬৩১, যশোর সদর-৮,৪৪,৩২৩। সাধারণ খানার গড় আকার: ৩.৭৯ । ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ২৭,৫৬,৭২৯, হিন্দু- ৩,১৩,৫৯২, খ্রিস্টান- ৫,৩৪৪, বৌদ্ধ- ১৭৭, অন্যান্য-৩০২ । জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৯৫ । জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ১,১৮০ । লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৮.২৪ : ১০০ । শিশু-মহিলা অনুপাত: ২৯৩.৬৭ । নির্ভরতা অনুপাত: ৪৬.৫০ । স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৭.০৭ (পুরুষ-৭৯.৬৭, মহিলা- ৭৪.৫৪) (গ্রামীণ- ৭৫.৩১, শহুরে- ৮২.৮৩) । ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩৩.৮২% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৪৮.১৩%, সেবা- ৪২.০৩%, শিল্প- ৯.৮৪% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর যশোর জেলা রিপোর্ট)।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
Vision and Mission Our Vision: Establishment of local and international organizations as national figures. Our Mission: Providing accurate and quality and timely statistics, policymakers, planners, researchers and decision-makers to serve the needs of the people, establishing professionalism, establishing professionalism.
পোলিং
মতামত দিন