Wellcome to National Portal
Welcome to District Statistical Office, Jashore's Information Portal.
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন এবং যশোর জেলার জনসংখ্যা ৩০ লাখ ৭৬ হাজার ৮৪৯ জন (জনশুমারি ও গৃহগণনা, ২০২২ অনুযায়ী)। জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২)। খানার আকার ৪.২ জন (২০২২)। লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২)। প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব)- ৭৬.৮% (২০২২)। স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২)। দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%। বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন। বেকারত্বের হার ৩.৬%। মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩)। মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব)- ৫৯.৬% (২০২২)। ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২)। মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি- ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার- ৭.২৫% (P)। জিএনআই- ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)। মাথাপিছু আয়- ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা। রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা। রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.


সিটিজেন চার্টার

•    সঠিক, মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ।
•    নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন।
•    প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি।
•    পেশাদারিত্ব প্রতিষ্ঠা।
প্রকাশনা ও সেবাসমূহ:
ক) প্রকাশনাসমূহ
#দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;
# প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;
# মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা: সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপণ ও প্রকাশ;
# ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI) নিরূপণ ও প্রকাশ;
# মাসভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন সূচক প্রস্তুত ও প্রকাশ;
# বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;
# বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ;
# বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;
# গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক প্রস্তুত ও প্রকাশ;
# শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;
# মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণের জন্য Gender Statistics প্রস্তুত ও প্রকাশ;
# খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ।
(খ) ওয়েবসাইট
www.bbs.gov.bd

(গ) উপাত্তের ডিজিটাল কপি
তথ্যসংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন।
অভিযোগ ও পরামর্শ (Complaints & Suggestions)
সেবা সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সম্মানিত গ্রাহকগণের কোন অভিযোগ, পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে তা জেলা পরিসংখ্যান অফিসের ই-মেইল ঠিকানা: ddbbsjessore@gmail.comঅথবা নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে পারেন:

উপ-পরিচালকের কার্যালয়

জেলা পরিসংখ্যান অফিস
৪৫ অম্বিকা বসু লেন,
বারান্দীপাড়া কদমতলা, যশোর-৭৪০০
ফোন: ০৪২১-৬৮৫৫১
ইমেইল: ddbbsjessore@gmail.com

আমাদের প্রতিশ্রুতি (Commitments)
# স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন।
# তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
# বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদামাফিক উপাত্ত সরবরাহ ।
# পরিসংখ্যানিক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ।
# প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।

আমাদের প্রত্যাশা (Expectations)
# তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামূলক মনোভাব।
# তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান।
# পরিসংখ্যানের মান বৃদ্ধিকল্পে পাঠক/ ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।